শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনও মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা


শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনও মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য পাঠানো কূটনৈতিক চিঠির এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

চিঠি প্রেরণের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো কোনো উত্তর আসেনি এবং আমরা এত দ্রুত উত্তর আশা করি না।”

এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন আরও বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক করার জন্য কোনো পশ্চিমা দেশের চাপ নেই। এছাড়া, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এরপরই ঢাকা থেকে দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ একই অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×