ইউরোপীয় এয়ারবাস না কেনার প্রভাব পড়বে দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর


ইউরোপীয় এয়ারবাস না কেনার প্রভাব পড়বে দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস ইউরোপীয় কোম্পানি থেকে এয়ারবাস না কেনার প্রভাব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়তে পারে বলে মন্তব্য করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই বিষয়টিকে সার্বিক সম্পর্কের ওপর নির্ভরশীল মনে করছেন না।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে রাষ্ট্রদূতের বক্তব্যের পর এ অভিমত ব্যক্ত করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, “আমি মনে করি না এই বাণিজ্যিক একটি সমঝোতার ওপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন, যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়। এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। আমি মনে করি, তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এটা আমি একেবারে মনে করি না যে, একটা বাণিজ্যিক সমঝোতা, যেটা বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমাদের যে ফ্রিকড সাইজ তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে; সেটা আমাদের বিষয়ের ওপর নির্ভর করবে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না যে, বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে একজন রাষ্ট্রদূত বা অন্যরা কী বলবেন সেটার ভিত্তিতে এটা কেনা হবে।”

এয়ারবাস কেনার ক্ষেত্রে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা- জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমি অন্তত অনুভব করছি না। বাকিটুকু যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×