৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর


৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ও ফি জমা নেওয়া হবে আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

চলতি বিসিএসে মোট এক হাজার ৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং আরও ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে ৩০ জুলাই ২০২৬ এবং মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একই দিনে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীর পছন্দের কেন্দ্র বরাদ্দ দেওয়া না গেলে কমিশন নির্ধারিত অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পিএসসির প্রধান কার্যালয়, ঢাকায়। এছাড়া কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×