নির্বাচন পর্যন্ত বিদেশে যেতে পারবেন না এনবিআর কর্মকর্তারা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) কর্মীদের বিদেশ ভ্রমণে নতুন শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারীকে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ সফর থেকে বিরত থাকতে হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিদেশ সফরের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠানো হয়। এরপর সেই চিঠি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে কর্মকর্তারা নির্দেশনা মেনে চলতে পারেন।
নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআরের কর্মকর্তারা শুধু অপরিহার্য কারণ ছাড়া বিদেশে যেতে পারবেন না। অপরিহার্য কারণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে চিকিৎসা, তীর্থযাত্রা এবং জরুরি দাপ্তরিক কাজ।
বর্তমানে এনবিআর ও আইআরডিতে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় আইআরডির সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু কর্মকর্তা একসঙ্গে বা উচ্চপদস্থ কর্মকর্তারা একই সময়ে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই দপ্তরে জমা দেওয়া হচ্ছে, যা সরকারি নীতির বিরুদ্ধে।
চিঠিতে আরও বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ ভ্রমণ এড়ানোর জন্য অনুরোধ করা হলো।