বিভিন্ন অনিয়মের অভিযোগে এলজিইডি অফিসে দুদকের অভিযান


বিভিন্ন অনিয়মের অভিযোগে এলজিইডি অফিসে দুদকের অভিযান

দূর্নীতি দমন কমিশন (দুদক) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের পদায়ন, পদোন্নতি ও প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযান সম্পর্কে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, এলজিইডির বাস্তবায়নাধীন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের নিয়মবিরোধীভাবে পদায়ন, পদোন্নতি, নিয়মিতকরণ এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে জানা যায়, ২০১০, ২০১১ ও ২০১৩ সালে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পদোন্নতি প্রদান করা হয়েছে। এতে এলজিইডির নিজস্ব নিয়োগ বিধিমালা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক বিধি অনুসরণ করা হয়নি।

পরবর্তী সময়ে অভিযানকারী টিম এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডের বিস্তারিত পর্যালোচনা শেষে টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×