তফসিলের আগে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি


তফসিলের আগে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করতে তফসিল ঘোষণার ঠিক আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা ও চূড়ান্ত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, আজকের সভায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে কমিশনের পক্ষ থেকে একটি সমন্বিত কর্মকৌশল তৈরির নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং প্রতিটি কেন্দ্রের জন্য কত জন সদস্য নিয়োজিত থাকবে সেটিও চূড়ান্ত করা হতে পারে।

এর আগে ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার প্রাক-প্রস্তুতি বৈঠক, যেখানে নির্বাচন ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার খসড়া আলোচনা হয়। ঐ বৈঠকে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করতে পারেন বলে আলোচনায় উঠে আসে।

ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আজকের বৈঠকেই বাহিনীর সংখ্যা ও মোতায়ের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×