তফসিলের আগে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:০৪ এম, ২৭ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করতে তফসিল ঘোষণার ঠিক আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা ও চূড়ান্ত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা গেছে, আজকের সভায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে কমিশনের পক্ষ থেকে একটি সমন্বিত কর্মকৌশল তৈরির নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং প্রতিটি কেন্দ্রের জন্য কত জন সদস্য নিয়োজিত থাকবে সেটিও চূড়ান্ত করা হতে পারে।
এর আগে ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার প্রাক-প্রস্তুতি বৈঠক, যেখানে নির্বাচন ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার খসড়া আলোচনা হয়। ঐ বৈঠকে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করতে পারেন বলে আলোচনায় উঠে আসে।
ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আজকের বৈঠকেই বাহিনীর সংখ্যা ও মোতায়ের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।