ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প


ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাবাসীকে আবারও ভূমিকম্পের অনুভূতি দিতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীতে হালকা কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এর মাত্রা পর্যবেক্ষণ করছি।”

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (NCS) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ঢাকা ও আশপাশের এলাকায় কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা ও নরসিংদী এলাকায় মোট চারটি ভূমিকম্প ঘটেছিল। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটির ঢাকা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×