১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি


১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

বাংলাদেশ পুলিশে বড়সড় বদলির নির্দেশ এসেছে। দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটনে পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তার স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ এবং বিভিন্ন মেট্রোপলিটনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×