মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
মোটামুটি স্বাভাবিক স্থিতিশীলতার দেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই পরপর কম্পনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও সব কম্পনই হালকা থেকে মাঝারি মাত্রার ছিল, তবু সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই তিনটি কম্পন অনুভূত হয়েছে।
প্রথম কম্পনটি ঘটেছে গতকাল রাত ৩টা ২৯ মিনিটে, টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। স্থানীয় সূত্র জানিয়েছে, টেকনাফে কম্পন খুব অল্প মাত্রায় অনুভূত হওয়ায় অধিকাংশ মানুষ এটি টের পাননি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অনুযায়ী, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, এই কম্পনের উৎপত্তি ভারতের মনিপুর থেকে। মৃদু হওয়ায় অনেকেই এটি টের পাননি।
শেষ কম্পনটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬। এ কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই কম্পনের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২১ নভেম্বর সকালে ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। এই পরিস্থিতি দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।