দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৫৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। এজাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। তবে ডিএনসিসি ওই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তখন একটি বিবৃতিতে বলা হয়, “মোহাম্মদ এজাজ একজন পরিবেশবাদী, লেখক ও বুদ্ধিজীবী হিসেবে ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তিনি জলাধার দখল ও পানির বৈষম্য প্রতিহত করেছেন, নদীর পানির ন্যায্যতা এবং নদীনির্ভর মানুষের জীবিকার পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে বিভিন্ন প্রভাবশালী মহলের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগ মূলত তাদের পক্ষ থেকে এসেছে, যারা পূর্বের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী।”
দুদকের এই অনুসন্ধান প্রক্রিয়া শুরু হওয়ার ফলে আগামী দিনে এজাজের কর্মকাণ্ড এবং নগর প্রশাসনের দায়িত্বসম্পর্কিত বিভিন্ন বিষয়ে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।