দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি


দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, নতুন ইউএনও নিয়োগের প্রেক্ষিতে পূর্ববর্তী কর্মকর্তাদের স্থানান্তর করা হয়েছে। এর আগে, একই দিনে দেশের ৮ বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানের ব্যর্থতা ঘটলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, যদি কর্মকর্তার নতুন দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তবে তিনি বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

এর আগে, একই দিনে সরকারের সিদ্ধান্তে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি)ও একযোগে বদলি করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×