ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, “দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ভোরে নিম্নচাপের অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। সন্ধ্যা নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নাও নিতে পারে।”
ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি ছিল, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
এ পরিস্থিতিতে জাহাজ চলাচল এবং মৎস্যজীবীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।