ককটেল হামলায় গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ছাত্রসংগঠনের সদস্য


ককটেল হামলায় গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ছাত্রসংগঠনের সদস্য

রাজধানীতে সম্প্রতি সংঘটিত ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সন্দেহভাজন যুবককে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ঘটানো ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ জানায়, আন্তধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর যে কোনও প্রচেষ্টা আইনানুগ কঠোর ব্যবস্থার মুখোমুখি হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×