রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
রাতের অন্ধকারে রাজধানীর মগবাজার ও তেজগাঁও এলাকায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মগবাজারের একটি ৮ তলা আবাসিক ভবন এবং কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৮টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের ঝুপড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। দুটি ইউনিট রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কিছু সময় পর, রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলুরোড এলাকায় ৮ তলা আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি উল্লেখ করেন, মগবাজার ও কারওয়ান বাজারের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।