ঢাকা-১৮ আসনে এম কফিলউদ্দিনের অনুসারীদের বিশাল র‍্যালি


ঢাকা-১৮ আসনে এম কফিলউদ্দিনের অনুসারীদের বিশাল র‍্যালি

রাজধানীর উত্তরা আজমপুরের রবীন্দ্র স্মরণী এলাকা থেকে এম কফিলউদ্দিন আহম্মেদের অনুসারীরা একটি র‌্যালি আয়োজন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সচিব এম কফিলউদ্দিন আহম্মেদ র‌্যালিটির নেতৃত্ব দেন।

বৃ্হস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ৩টা ৩০ মিনিটে আয়োজিত এই শোভাযাত্রায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা, দক্ষিণ খান, উত্তর খান, তুরাগ এবং খিলক্ষেত থানার বিএনপি ও অঙ্গসংগঠন- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। এতে স্থানীয় সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

র‌্যালির কারণে উত্তরা-টঙ্গী ড্রাইভারসন রোডসহ আশপাশের বেশ কয়েকটি সেক্টর এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। ধীরগতির যান চলাচলের ফলে যাত্রী ও পথচারীদের সাময়িক ভোগান্তি পোহাতে হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×