ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার


ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার

রাজধানীর ধানমন্ডিতে আল মুকতাফী সাদী নামের এক ডাক্তার ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে জানা গেছে। ছিনতাইয়ের সময় এক পর্যায়ে দুর্বৃত্তদের আঘাতে তার হাত ভেঙে গেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেম্বার থেকে বের হওয়ার পর ধানমন্ডি-৪/এ- এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ডা. আল মুকতাফী সাদী।

তিনি বলেন, ধানমন্ডি-৪/এ- এলাকায় হঠাৎ করেই কতিপয় দুর্বৃত্ত আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমার উপর হামলা করে টাকা-পয়সা নিয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×