ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
রাজধানীর ধানমন্ডিতে আল মুকতাফী সাদী নামের এক ডাক্তার ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে জানা গেছে। ছিনতাইয়ের সময় এক পর্যায়ে দুর্বৃত্তদের আঘাতে তার হাত ভেঙে গেছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেম্বার থেকে বের হওয়ার পর ধানমন্ডি-৪/এ- এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ডা. আল মুকতাফী সাদী।
তিনি বলেন, ধানমন্ডি-৪/এ- এলাকায় হঠাৎ করেই কতিপয় দুর্বৃত্ত আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমার উপর হামলা করে টাকা-পয়সা নিয়ে যায়।