কাওরান বাজারে অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রণে ৩ ইউনিট
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সংবাদদাতাকে বলেন, “কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট উদ্ধারকাজে নিযুক্ত হয়েছে।”
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এবং হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।