মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১


মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

রাজধানীর মোহাম্মদপুরে দিনভর পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চালানো এ অভিযানে মাদকসহ নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (৭২), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) এবং ফারুক (৩৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের ধরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় স্থিতিশীল আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন বিশেষ অভিযান চলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×