রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বগিতে আগুন


রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বগিতে আগুন

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো দুই আসামি হলেন মোরশেদ আলী ও জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিকটোরিয়া চাকমা ওই আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে তেজগাঁও রেল স্টেশনে একটি পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই মোরশেদ ও জাকিরকে হাতেনাতে আটক করে পুলিশ।

পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তেজগাঁও রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×