ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩


ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩

রাজধানীর বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন।

এর কিছুক্ষণ আগেই সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। যদিও তাৎক্ষণিকভাবে কম্পনের কারণে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, এবং এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×