আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অনেক


আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অনেক

রাজধানীর আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে মাদ্রাসা ক্যাম্পাসে সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। ক্যাম্পাসজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

সাক্ষীদের বরাতে জানা গেছে, রাতের দিকে ছাত্রাবাসে হঠাৎই দুই গ্রুপের মধ্যে ঝামেলা বাধে, যা ধীরে ধীরে বড় সংঘর্ষে রূপ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টা পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার হলে অবরুদ্ধ অবস্থায় ছিলেন, যাদের নিরাপদে বের করে আনতে প্রশাসন তৎপর ছিল।

তবে সংঘর্ষের পেছনের কারণ বা এতে জড়িত শিক্ষার্থীদের পরিচয় সম্পর্কে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক–শিক্ষার্থীরা কোনও মন্তব্য করতে রাজি হননি। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×