মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও এক শিক্ষার্থী


মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও এক শিক্ষার্থী

উত্তরার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পাঁচ মাস পর অবশেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ সাইয়েবা মেহজাবিন। মাত্র ১১ বছরের এ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

বুধবার সকালে তার উন্নতির পর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ২১ জুলাইয়ের ওই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সাইয়েবাও দগ্ধ হয়েছিল। তার শরীরের ২২ শতাংশে দগ্ধের ক্ষত ছিল, যা সেরে উঠতে দীর্ঘ সময় লেগেছে। ডা. শাওন আরও বলেন, এ পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৩৫ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বর্তমানে আমাদের ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছে। আমরা আশা করছি সেও দ্রুত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×