কড়াইল বস্তির আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন


কড়াইল বস্তির আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, ঢাকা জোন-২ এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, সিনিয়র স্টেশন অফিসার তেজগাঁও মো. নাজিম উদ্দিন, ঢাকা-২৩ ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।

শাহজাহান শিকদার জানান, কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং আগামীর জন্য সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×