রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াতের নীতি-সংস্কার কী হবে, জানতে চায় আইএমএফ


রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াতের নীতি-সংস্কার কী হবে, জানতে চায় আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করে জানতে চেয়েছে, ক্ষমতায় গেলে সংগঠনের আর্থিক নীতি, খাতভিত্তিক অগ্রাধিকার ও সংস্কার প্রক্রিয়া কী হবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। দলের সঙ্গে ছিলেন ঢাকার আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহীদ এলাহী। জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা, ব্যাংক ও আর্থিক খাত এবং সামাজিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব বলেন, “যদি জামায়াত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে, তাহলে তাদের আর্থিক নীতি ও সংস্কার কী হবে, সেই বিষয়ে আইএমএফ জানতে চেয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও নীতি, ব্যাংক ও আর্থিক খাতের বর্তমান সমস্যা সমাধানের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।”

এর আগে ৯ নভেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেছিল আইএমএফের প্রতিনিধিদল। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার অপরিহার্য। একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×