রমজান উপলক্ষে খেজুরের দাম স্থিতিশীল রাখতে শুল্ক-কর কমানোর সুপারিশ


রমজান উপলক্ষে খেজুরের দাম স্থিতিশীল রাখতে শুল্ক-কর কমানোর সুপারিশ

আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খেজুরের আমদানি শুল্ক ও কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) এনবিআর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় চিঠিতে বলেছে, রোজার সময় খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, উৎসে করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয় প্রস্তাব করেছে, এই সুবিধা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখা হোক।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বার্ষিক খেজুরের চাহিদা প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে রমজান মাসেই প্রায় ৬০-৭০ হাজার টনের চাহিদা থাকে। সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তান থেকে খেজুর আমদানি করা হয়।

উল্লেখ্য, গত বছরও রমজান শুরুর তিন মাস আগে খেজুরের শুল্ক ও কর কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এতে আমদানিতে খরচ কমে আসায় বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×