খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা


খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায়, যা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।

গত বছরের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৯ মাসে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক বুধবার এই তথ্য প্রকাশ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×