চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে ২২ বছরের কনসেশন চুক্তি


চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে ২২ বছরের কনসেশন চুক্তি

ঢাকার কাছাকাছি কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব নিতে সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছর মেয়াদি কনসেশন চুক্তি করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত প্রতিষ্ঠানগুলোর পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকার কাছে বুড়িগঙ্গা তীরের পানগাঁও টার্মিনালের ব্যবস্থাপনা সংক্রান্ত এই চুক্তি দেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নে নতুন অধ্যায় শুরু করছে।”

উপদেষ্টা আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম একটি আধুনিক ও প্রতিযোগিতাশীল বাংলাদেশের সুফল পাবে। এই বিনিয়োগ দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দেবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×