সার কারখানার গ্যাসের দাম বাড়ল সর্বোচ্চ ৮৩%


সার কারখানার গ্যাসের দাম বাড়ল সর্বোচ্চ ৮৩%

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম সর্বোচ্চ ৮৩ শতাংশ বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২৯ টাকা ২৫ পয়সা করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি গ্যাসের নতুন দর ঘোষণা করে।

এর আগে পেট্রোবাংলাসহ অন্যান্য গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। বিইআরসি সেই প্রস্তাবের প্রেক্ষিতে গণশুনানি আয়োজন করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, “গ্যাসের দাম নির্ধারণের সময় সব দিক বিবেচনা করে ভারসাম্য বজায় রাখা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের প্রভাব পড়বে। তবে কৃষকের স্বার্থও অবশ্যই বিবেচনায় রাখতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “যদিও জিডিপিতে কৃষির অবদান কম, তবু খাদ্যের নিরাপত্তা এবং কর্মসংস্থানের দিকটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি এলএনজি আমদানির খরচকেও বিবেচনায় রাখা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×