আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ খেলাপী আতিয়ার রহমান স্ত্রীসহ গ্রেফতার


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ খেলাপী আতিয়ার রহমান স্ত্রীসহ গ্রেফতার

রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শীর্ষ খেলাপী গ্রাহক মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক পাপিয়া রহমানকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে গ্রেফতার করা এই দম্পতিকে রোববার আদালতে হাজির করলে, আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সাসকো টেক্স (বিডি) লিমিটেডের প্রতি ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার খেলাপী পাওনা প্রায় ১৬৪ কোটি টাকা। আতিয়ার রহমান দিপু ও তাঁর স্ত্রী বিরুদ্ধে ঘ.ও. অপঃ এর অধীনে দায়েরকৃত ১০টি ফৌজদারী মামলার মধ্যে ৮টি মামলায় বিজ্ঞ আদালত এক বছর করে ৮ বছর এবং বাকি ২টি মামলায় ৩ মাস করে ৬ মাস, মোট ৮ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া চেকের সমপরিমাণ ৮০ কোটি টাকার জরিমানা করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর বনানী থানা পুলিশ গতকাল তাদের গ্রেফতার করে। পাশাপাশি, ব্যাংক খেলাপী গ্রাহকের পাওনা টাকা আদায়ে দায়েরকৃত অর্থঋণ মামলা ও অর্থজারী মামলা চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×